পাওয়া গেল পানির নিচে সিনেমায় দেখানো গডজিলার সন্ধান!
সমুদ্রের নিচে তীব্রগতিতে ছুটে আসছে একটি গিরগিটির মতোন দেখতে বিশালাকার প্রাণী। ডাইনোসর যুগের একটি বিরাট, মাংসাশী প্রাণি স্থলে উঠেই হামলা করলো মানুষের উপর। পালিয়ে বাঁচবার জন্য ছুটে বেড়াচ্ছে মানুষজন। শহরের বুকে স্টেডিয়ামে নিজের বংশবৃদ্ধির জন্য অসংখ্য ডিম পেরে রেখে দিয়েছে ওই ভয়ঙ্কর জীবটি। খুন চেনা চেনা লাগছে তো। সায়েন্স-ফিকশন মুভি গডজিলার কথা বলছি। এবার সেইরকমই একটি জীব সমুদ্রের নীচে সন্ধান মিলেছে।
প্রশান্ত মহাসাগরের নীচে গালাপোগাস দ্বীপে এই বিশালাকৃতি গোসাপের দেখতে পাওয়া গিয়েছে। লম্বায় প্রায় ৬ ফুটের বেশি এই প্রাণিটি হুবহু সিনেমার জীবটির মতোন দেখতে। তাই এর নামকরণও হয়েছে সিনেমার নামেই। গডজিলা।
ভিডিওতে দেখা গেছে, সমুদ্রের মধ্যেই লেজের সাহায্যে বেশ ভালই সাঁতার কাটতে অভ্যস্ত। গডজিলার চলাফেরা, খাবার খাওয়া, সাঁতার কাটা- সমস্ত কিছু ক্যামেরাবন্দি করেছেন স্টিভ ওয়াঙ্কওয়ার্থ। সমু্দ্রের নীচ থেকে জলের মধ্যে প্রায় ৯ ফুট উপরে সাঁতার কাটতে পারে। উল্লেখ্য, গডজিলা পুরোপুরি নিরামিশাষী প্রাণি। খাবারের সন্ধানের জন্য মাঝেমাঝেই এই দ্বীপে দেখতে পাওয়া যায়। সূত্র : এই সময়
মন্তব্য চালু নেই