শ্যুটিং চলাকালে জ্ঞান হারালেন নার্গিস ফাকরি
আগামী সিনেমা ‘আজহার’-এর শ্যুটিংয়ের সময় সংজ্ঞাহীন হয়ে মাটিতে পড়ে গেলেন বলিউড অভিনত্রী নার্গিস ফাকরি। ওই সময় সিনেমার একটি গানের দৃশ্যের শ্যুটিং হচ্ছিল। সঙ্গে সঙ্গেই ডাক্তার এসে নার্গিসকে পরীক্ষা করেন। জানা গেছে, প্রচণ্ড জ্বরের জন্যই জ্ঞান হারান অভিনেত্রী।
এই সিনেমায় মুখ্য চরিত্রে রয়েছেন ইমরান হাসমি। টিনা ডিসুজা নির্দেশিত এই সিনেমায় প্রাচী দেশাইকেও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে। আগামী ১৩ মে সিনেমাটি মুক্তি পাবে।
উল্লেখ্য, ‘আজহার’ ভারতের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক আজহারউদ্দিনের জীবন অবলম্বনে তৈরি হচ্ছে। এই সিনেমাতে নার্গিস সঙ্গীতা বিজলানীর চরিত্রে অভিনয় করছেন।
মন্তব্য চালু নেই