প্রত্যুষার মৃত্যু নিয়ে মুখ খুললেন শাহরুখ খান

প্রত্যুষার মৃত্যু নিয়ে কম কথা হয়নি এর আগে।এ নিয়ে গত কয়েক দিন ধরেই গণমাধ্যমে নানা কথা বলাবলি ও লেখা লেখি হচ্ছে।বলিউড তারকাদের অনেকেই এ নিয়ে কম-বেশি কথা বলেছেন। সবশেষ প্রত্যুষার মৃত্যু নিয়ে কথা বললেন শাহরুখ খানও। তিনি বলেছেন, ‘‘সাফল্য না-ই আসতে পারে। কিন্তু তার জন্য হতাশায় ডুবে যাওয়া সঠিক নয়। নতুনদের ভেবে দেখতে হবে, আরও ভাল কাজ কীভাবে করা যায়। পর্যাপ্ত কাজ পেলে কখনওই ভেঙে পড়া উচিত নয়।’’ শাহরুখ বলেছেন, ‘‘খারাপ সময় আসবেই। তখনও হাল না-ছেড়ে লড়াই জারি রাখা উচিত। সকলের জীবনেই ভাল এবং খারাপ সময় আসে। খারাপ সময় এলে ভাল সময়গুলোর কথা ভাবুন। আপনি যদি কাজ জানেন, তা হলে আজ বা কাল আপনি কাজ পাবেন। প্রতিভা ব্যবহার করতে জানতে হয়। বাস্তবটাও মেনে নিতে হয় সমান্তরালভাবে।’’



মন্তব্য চালু নেই