যৌন হেনস্তার দায়ে গ্রেফতার অভিনেত্রী সানা
যৌন হেনস্তার দায়ে গ্রেফতার হয়েছেন বলিউড অভিনেত্রী সানা খান ও তার প্রেমিক ইসমাইল। মুম্বাইয়ের আম্বোলি থানায় এক মহিলা সানা ও তার প্রেমিক ইসমাইলের বিরেুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনে একটি ডায়েরি করেন। এ অভিযোগের ভিত্তিতেই তাদের গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ।
ডায়েরিতে তিনি উল্লেখ করেন, ইসমাইল তাকে তার জিমনেশিয়ামের মধ্যে আক্রমণ করেন। এখন ওই মহিলার সঙ্গে সানা বা ইসমাইল কি করেছিলেন তা এখনো স্পষ্টভাবে জানা যায়নি। তবে সানার এমন বিতর্কিত আচরণ কিন্তু নতুন নয়।
উল্লেখ্য, গত বছরও একটি শিশু কন্যাকে অপহরণের অপরাধে তাকে গ্রেফতার করেছিল মুম্বাই পুলিশ। সালমান খানের জয় হো, হল্লা বোল, ধন ধনা ধন গোলসহ একাধিক ছবিতে নায়িকার চরিত্রে দেখা গেছে সানাকে। যদিও বলিউডে তিনি তেমন একটা সাড়া জাগাতে পারেননি এ অভিনেত্রী।
মন্তব্য চালু নেই