যে ছেলেরা মেয়েদের কাঁদায় না : মাধুরী
আলিয়া ভটের গোয়িং হোমের পর এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মাধুরী দীক্ষিতের শর্টফিল্ম বয়েজ ডোন্ট ক্রাই। ভোগ এমপাওয়ার ক্যাম্পেনের শর্টফিল্ম পরিচালনা করেছেন হাসি তো ফাসি ছবির পরিচালক ভিনিল ম্যাথু।
পুরুষশাসিত সমাজের সবথেকে বোকা বদ্ধমূল ধারণা ‘ছেলেরা কাঁদে না।’ এই থিমের ওপরই তৈরি হয়েছে ছবি। ছবিতে দেখা যাচ্ছে কীভাবে ছোটবেলা থেকেই ছেলেদের শেখানো হয় যে কাঁদা শুধুই মেয়েদের কাজ। ছোট থেকে বড় হওয়া পর্যন্ত, যে কোনও ভয়, দুঃখ, অসহায়তায় যখনই ছেলেরা কাঁদছে তাদের শেখানো হচ্ছে ‘লড়কে রোতে নহি।’ ছবির শেষে দেখানো হয়েছে যেই ছেলেদের ছোটবেলা থেকে না কাঁদতে শেখানো হচ্ছে, তাদেরই কাছে অত্যাচারিত হচ্ছে জীবনসঙ্গীরা।
আর তখনই পর্দায় ফুটে উঠছে মাধুরীর মুখ। যেখানে মাধুরী বলছেন, “শুরু থেকেই ছেলেদের না কাঁদতে শেখানো হয়। কিন্তু এখন শেখানোর সময় এসেছে যে ছেলেরা মেয়েদের কাঁদায় না।”
মন্তব্য চালু নেই