এই প্রথম চলৎশক্তিহীন ব্যক্তি বাজাচ্ছেন গিটার!
মেরুদণ্ডে আঘাতের কারণে চলৎশক্তি হারানো এক ব্যক্তিকে তার আঙ্গুল নাড়ানোর ক্ষমতা ফিরিয়ে দিতে সক্ষম হয়েছেন চিকিৎসকেরা। চিকিৎসাবিজ্ঞানের ইতিহাসে এই প্রথম এমন ঘটনা ঘটল।
যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ইয়ান বুরখার্টের মস্তিষ্কে একটি ইলেকট্রনিক সেন্সর বসান চিকিৎসকেরা, যার মাধ্যমে মি. বুরখার্টের আঙ্গুলে নির্দেশনা যায় এবং তার ফলেই আঙুল নাড়াতে সক্ষম হন তিনি।
এজন্য বিজ্ঞানীরা একটি কম্পিউটার সিস্টেম তৈরি করেছেন যা ক্ষতিগ্রস্ত মেরুদণ্ডকে পাশ কাটিয়ে সংশ্লিষ্ট ব্যক্তির চিন্তাকে অনুবাদ করে ইলেকট্রনিক সিগনালে রূপান্তর করতে পারে।
বুরখার্ট এখন তার আঙুল দিয়ে জিনিসপত্র ধরতে পারছেন, এমনকি তিনি এখন কম্পিউটারে গিটার বিষয়ক গেমও খেলতে পারছেন।
গবেষকেরা আশা করছেন, এই পদ্ধতিতে এখন প্যারালাইসিস, স্ট্রোক এবং ব্রেইন ড্যামেজের শিকার লক্ষ কোটি মানুষকে আবারো হাত-পা নাড়ানোর ক্ষমতা ফিরিয়ে দিতে সাহায্য করবে।
মন্তব্য চালু নেই