বেসরকারি স্কুল কলেজের শিক্ষক কর্মচারীদের এমপিও ভুক্তিতে জটিলতা (২য় অংশ)
বর্তমান বেসরকারী স্কুল কলেজের এমপিও ভুক্তির জন্য কয়েকটি ধাপ পার হতে হয়। তার মধ্যে সর্বপ্রথম ধাপ হলো যেই মাসে এমপিও হবে ঠিক তার পূর্বের মাসের ১০ তারিখের মধ্যে প্রার্থীকে অনলাইনে আবেদন করতে হবে। যদি কোনো কারণে আবেদন ১০ তারিখের মধ্যে করা না যায় তবে প্রার্থীকে পরবর্তী এমপিও পর্যন্ত অপেক্ষা করতে হবে।যদিও সমস্যা সার্ভার বা ইন্টারনেটের হয়।যেখানে প্রার্থীর কোনো দোষ নেই কিন্তু ক্ষতিগ্রস্থ তারা। এটাই শেষ নই আবেদন সম্পন্ন হওয়ার পরে তিন জায়গায় এটি এপ্রোভ হতে হবে এবং সর্ব শেষ প্রোগ্রামার এমপিও কার্য সম্পাদনা করবেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য এই সব গুলো জায়গায় তদবির না করলে কোনো জায়গায় কোনো কাজ হয়না। যার কারণে ভুক্ত ভুগীদের অনেক হয়রানি ও ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। সর্বোপরি শিক্ষার সাথে সংশ্লিষ্ট সকল উচ্চ পদস্থ লোকদের কাছে আকুল আবেদন এই বিষয়ের গুরুত্ব অনুধাবন করে যেন যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়।
লেখক:
তানভীর আহম্মেদ
(প্রভাষক, পদার্থবিজ্ঞান)
আবাদপুকুর মহাবিদ্যালয়
রাণীনগর, নওগাঁ
মন্তব্য চালু নেই