স্ত্রীসহ সালমানের বাড়িতে গভীর রাতে ধোনি
গভীর রাতে অভিনেতা সালমান খানের বাড়িতে হাজির সস্ত্রীক ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি৷ গভীর রাতে এমন এক অথিতি আসায় আপ্লুত সালমান। গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনে গাড়ি দাঁড়াতেই ধোনি ও তার স্ত্রী সাক্ষীকে উষ্ণ অভ্যর্থনা জানান সালমান৷ এই বিখ্যাত অভিনেতার অথিতেয়তায় উচ্ছ্বসিত ভারতঅধিনায়ক৷
মুম্বাইতে মুম্বাই ইন্ডিয়ান্সকে ৯ উইকেটে হারিয়ে আইপিএল অভিষান শুরু করেছেন ধোনিরা৷ মুম্বাইতে থাকার সময়ই গতরাতে সালমানের বাড়িতে যান তিনি৷ তবে ঠিক কী কারণে সালমানের বাড়িতে গেলেন ধোনি বা সালমান কেন ভারত অধিনায়ককে নিজের বাড়িতে আমন্ত্রণ জানালেন তা অবশ্য জানা যায়নি৷ তবে মনে করা হচ্ছে এটা সৌজন্য সাক্ষাৎ৷ আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, সালমানের বাড়িতে পার্টি চলে ভোর ৪টা পর্যন্ত। এর মাঝেই সালমান খানের বোন অর্পিতার সদ্যজাত সন্তানকেও দেখে আসেন ধোনি-সাক্ষী।
মন্তব্য চালু নেই