পিছিয়ে যাচ্ছে জেএসসি পরীক্ষা
পিছিয়ে যাচ্ছে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র মাদ্রাসা সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা। পরীক্ষায় অংশগ্রহণকারী প্রায় ২০ লাখ শিক্ষার্থীর পরিবার উদ্বিগ্ন হয়ে পড়েছেন। এদিকে পরীক্ষা পেছানোর তারিখ এখনো ঠিক করা হয়নি। তবে বিকালে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এ তারিখ জানাবেন।
জেএসসি ও জেডিসি শিক্ষার্থীদের দুই দিনের পরীক্ষা জামায়াতে ইসলামীর ডাকা হরতালের কারণে পিছিয়ে যাচ্ছে।
আগামী ২ নভেম্বর থেকে সারা দেশে জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বুধবার সচিবালয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিত সংবাদ সম্মেলন করে পরীক্ষার সময়সুচি ঘোষণা করেন।
পরীক্ষার সময়সুচি অনুযায়ী প্রথমদিন ২ নভেম্বর রবিবার জেএসসির বাংলা প্রথমপত্র, সোমবার বাংলা দ্বিতীয়পত্র এবং একই সময়ে রবিবার জেডিসির কুরআন মজিদ ও তাজবিদ এবং সোমবার আকাইদ ও ফিকহ পরীক্ষা হওয়ার কথা রয়েছে।
মানবতবিরোধী অপরাধের মামলায় বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জামায়াতের আমির মতিউর রহমান নিজামীকে ফাঁসির আদেশ দেন।
রায় ঘোষণার পরই বৃহস্পতি, রবি ও সোমবার সারা দেশে হরতালের ডাক দিয়েছে জামায়াতে ইসলামী বাংলাদেশ।
মন্তব্য চালু নেই