শরীর নিয়ে প্রতিযোগিতা

লাভ গেমস মুক্তি পেয়েছে ৮ এপ্রিল। প্রেম ও যৌনতার খেলা নিয়ে তৈরি এই ছবি থেকে দেখা যাচ্ছে সিনেমাহলে। বক্স অফিসের রেকর্ড বলছে বিক্রম ভাটের এই ছবিটি এখনও পর্যন্ত দর্শকমনে ভালোই সাড়া জাগিয়েছে। সূত্র: কালেরকণ্ঠ।

যৌনতার যে বিক্রি ভালো, তা জানেন বিক্রম ভাট। তাই লাভ গেমস যৌনতায় পরিপূর্ণ। শুধু দু’টি শরীরের মধ্যেই পরিচালক যৌনতাকে সীমাবদ্ধ রাখেননি। তাকে নিয়ে গেছেন অন্য পর্যায়ে। এখানে যৌনতা নিয়ে চলে প্রতিযোগিতা। একটি কাপলের মধ্যে কে আগে অন্য পুরুষ বা নারীকে বিছানায় নিয়ে যেতে পারে, তা নিয়ে চলে প্রতিযোগিতা। প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন পত্রলেখা আর গৌরব। অন্য একটি গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন তারা আলিশা বেরি।

যৌনতাই ছবির প্রধান রসায়ন। তবে ছবির গল্প আর পত্রলেখার পারফর্ম্যান্স বাড়তি আগ্রহ তৈরি করেছে। বিক্রম ভাটের আগের দু’টি ছবি মিস্টার এক্স আর ক্রিয়েচার থ্রি ডি বক্স অফিসে তেমন ভালো ব্যবসা করতে পারেনি। কিন্তু পরিচালকের আশা লাভ গেমস সেই তালিকায় পড়বে না। প্রেমিক প্রেমিকার এই লাভ গেমস দর্শক ভালোই উপভোগ করছে।



মন্তব্য চালু নেই