তামাকজাত পণ্যের উপর কর বৃদ্ধির দাবীতে মানববন্ধন ও স্বারকলিপি প্রদান
কুড়িগ্রাম প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য আগামী অর্থ বছর বাজেটে সকল তামাকজাত পণ্যের উপর কার্যকর হারে কর বৃদ্ধির দাবীতে মঙ্গলবার কুড়িগ্রামে মানববন্ধন ও স্বারকলিপি প্রদান কর্মসুচি পালিত হয়। তামাক নিয়ন্ত্রণ কোয়ালিশন ও তামাক বিরোধী নারী জোটের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে অর্থমন্ত্রী বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে একটি স্বারকলিপি দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন, তামাক বিরোধী নারী জোটের নারী নেত্রী ও আফাদের নির্বাহী পরিচালক সাঈদা ইয়াসমিন,এসিডি’র সদস্য ডা: অমূল্য কুমার, তামাক নিয়ন্ত্রণ কোয়ালিশনের কুড়িগ্রাম প্রতিনিধি আব্দুল ওয়াহেদ, সদস্য বিজয় প্রমুখ।
এসময় বক্তারা তামাক মুক্ত বাংলাদেশ গড়তে ৫টি দাবী বাস্তবায়নের আহবান জানান। দাবী সমূহ হলো, অবিলম্বে তামাকের বিদ্যমান শুল্ক-কাঠামোর পরিবর্তে কার্যকর তামাক শুল্কনীতি প্রণয়ন করা এবং প্রতিবছর তামাক পণ্যের দাম বাড়াতে হবে। সিগারেটের মূল্যস্তর ভিত্তিক কর প্রথা বাতিল করে প্যাকেট প্রতি খুচরা মূল্যের কমপক্ষে ৭০শতাংশ ও বিড়ির ট্যারিফ ভ্যালু তুলে প্যাকেট প্রতি খুচরা মূল্যের ৪০ শতাংশ পরিমাণ স্পেসিফিক এক্সাইজ ট্যাক্স নির্ধারণ করা। গুল-জর্দ্দার ক্ষেত্রে ৭০শতাংশ এবং তামাকের ওপর আরোপিত স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ ২ শতাংশে উন্নতি করার দাবী তুলে ধরা হয়।
মন্তব্য চালু নেই