নোয়াখালী জেলা পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

এম.এ আয়াত উল্যা, স্টাফ রিপোর্টার, নোয়াখালী : নোয়াখালী জেলা পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সমাবেশ, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান স্থানীয় পুলিশ লাইনস মাঠে অনুষ্ঠিত হয়েছে। এই উপলক্ষ্যে নোয়াখালী জেলা পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্চের ডিআইজি মোহাম্মদ শফিকুল ইসলাম বি.পি.এম.। বিশেষ অতিথি ছিলেন, চাঁদপুর জেলা পুলিশ সুপার সামছুন নাহার, ফেনীর পুলিশ সুপার রেজাউল হক, লক্ষ্মীপুরের পুলিশ সুপার আ ফ ম মাহতাব উদ্দিন, পুনাক নোয়াখালী সভানেত্রী নাসরিন লায়লা। এতে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার এসএম আশরাফুজ্জামান, সদর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নবজ্যোতি খীসা, এএসপি মো. জসিম উদ্দিন চৌধুরী, শিকদার মো. হাসান ইমাম, ফাহিমা কাদের চৌধুরী, ওসি আবদুর রাজ্জাক, মো. নাসিম উদ্দিন, আনোয়ার হোসেন, মো. হানিফুল ইসলাম, গোলাম ফারুক, মোক্তার হোসেন, নিজাম উদ্দিন, সাজেদুর রহমান, এটিএম আরিসুল হক, সাংবাদিক সামছুল হাসান মীরণ, মনিরুজ্জামান চৌধুরী প্রমুখ। আলোচনা সভা শেষে কৃতি খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ। খেলাধুলার মধ্যে বেলুন রক্ষা খেলায় প্রথম পুরস্কার লাভ করেন নোয়াখালী জেলার পুলিশ সুপারের সহধর্মিনী এবং দ্বিতীয় পুরস্কার লাভ করেন পূর্বপশ্চিমবিডি.কমের জেলা প্রতিনিধি সাংবাদিক আরেফিন শাকিল এবং তৃতীয় পুরস্কার লাভ করেন দৈনিক নয়া সংবাদ এর সম্পাদক সাংবাদিক মো. মনিুরুজ্জাম। পুরস্কার বিতরণ অনুষ্ঠানের পর সন্ধ্যায় পুলিশ লাইনস মাঠে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।



মন্তব্য চালু নেই