অবাক কাণ্ড, ম্যানহোল এখন বাসস্থান!

ম্যানহোল মানেই নোংরা ময়লায় পূর্ণ একটা স্থান। আর পরিত্যক্ত ম্যানহোলের তো কথাই নাই। কিন্তু সেই ম্যানহোল এখন মানুষের বাসস্থান! শুনতে অবাক লাগলেও বাস্তবে ঘটেছে এমনই ঘটনা।

ইতালির মিলানের কিছু পরিত্যক্ত ম্যানহোল বদলে দিয়েছেন আন্ডারগ্রাউন্ড সিক্রেট রুমে। ব্যতিক্রমী এই কাজটি করেছেন আর্টিস্ট বিয়ানকোশক।

মিলানের লোদি এলাকার পরিত্যক্ত ম্যানহলগুলোই এখন রিয়ানকোশকের ভূগর্ভস্থ ক্ষুদ্র বাসস্থান। আর তার এই কাজের অনুপ্রেরণা হচ্ছেন সেসব মানুষ যারা রোমানিয়ার বুখারেস্টের নর্দমা ব্যবস্থাপনাকে বাসস্থানে রূপান্তর করার কথা ভাবছেন।

বিয়ানকোশক মোট তিনটি ম্যানহলকে বসবাসযোগ্য ভিন্নমাত্রিক ঘরে রূপান্তর করেছেন। এর মধ্যে একটি স্নানঘর, ছোট ছোট ব্যবহার্য সামগ্রী দিয়ে সাজানো একটি রান্নাঘর ও অন্য আরেকটি ঘর। এই সিরিজের নাম তিনি দিয়েছেন বর্ডারলাইফ।



মন্তব্য চালু নেই