মিঠাপুকুরে শান্তি প্রতিষ্ঠায় যুব সমাজের ভূমিকা শীর্ষক কর্মশালা

মোঃ শামীম আখতার, উপজেলা প্রতিনিধি, মিঠাপুকুর (রংপুর): মিঠাপুকুরে শান্তি প্রতিষ্ঠায় যুব সমাজের ভূমিকা শীর্ষক ৩দিন ব্যাপি কর্মশালা রোববার শেষ হয়েছে। স্কুল, কলেজ ও মাদ্রাসার ৩০ জন শিক্ষার্থী এই কর্মশালায় অংশ নেয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে (নিপোর্ট) কর্মশালার সমাপনী দিনে প্রধান অতিথি ছিলেন সাবেক রাষ্ট্রদূত ও বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের ভাইস প্রেসিডেন্ট হুমায়ূন কবীর। সভাপতিত্ব করেন উদ্যোগ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জিল্লুর রহমান খন্দকার।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের প্রকল্প পরিচালক মোহাম্মদ হুমায়ুন কবীর, সিনিয়র গবেষক সহকারী অশীষ বণিক, মিঠাপুকুর আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের (নিপোর্ট) ট্রেইনিং অফিসার আজিজুল ইসলাম ও উদ্যোগ ফাউন্ডেশনের প্রধান সমন্বয়কারী আব্দুল জব্বার।

গত ৮ এপ্রিল থেকে ৩দিন ব্যাপি এই কর্মশালায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠায় বাস্তব অভিজ্ঞতা অর্জন করে।



মন্তব্য চালু নেই