পহেলা বৈশাখ: কোনো আয়োজনই থাকছে না খালেদার

পহেলা বৈশাখ। বাঙালির ঐতিহ্যগত সাংস্কৃতিক উৎসব। ঐ দিন সকালে পান্তার সঙ্গে ইলিশ খাওয়ার একটা অনানুষ্ঠানিক রীতি বাংলাদেশে বহুল প্রচলিত। তবে এবছর অনেকেই বৈশাখের সকালে পান্তা-ইলিশ বিরোধী প্রচারণা অব্যাহত রেখেছেন।

দেশের অন্যতম দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বৈশাখ উপলক্ষে ঘরোয়া কোন আয়োজন রাখেননি। গুলশানের বাসভবন ফিরোজাতে কোন উৎসব করবেন না তিনি। চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত কয়েক বছর ধরে পহেলা বৈশাখে জাসাস আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়েছেন বিএনপি চেয়ারপারসন। তবে এ বছর জাসাস পহেলা বৈশাখে অনুষ্ঠান করবে কিনা, আর সেখানে ম্যাডাম থাকবেন কিনা সে বিষয়ে আরো দু’একদিন পর জানানো সম্ভব হবে।

পহেলা বৈখালে পান্তা ইলিশ নিয়ে খালেদা জিয়ার আগ্রহ আছে কিনা জানতে চাইলে তিনি জানান, ম্যাডাম এসব করেন না। তবে দেশবাসীকে সবসময় বৈশাখের শুভেচ্ছা জানান।

এদিকে, চেয়ারপারসনের আরেক মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার জানান, বৈশাখ উপলক্ষে বিশেষ কোন পোষাক কখনোই পরিধান করেন না খালেদা জিয়া।



মন্তব্য চালু নেই