স্ত্রী কুমারী না হওয়ায় বাসর রাতে যুবকের কান্ড !

পাকিস্তানের সিন্ধ প্রদেশে এক যুবকের বিরুদ্ধে নববধূকে খুনের অভিযোগ উঠল৷ সূত্রের খবর, ফুলশয্যার রাতে স্ত্রী ‘কুমারী’ নয় জানতে পেরে রাগের বশে ২৮ বছরের কালান্দার বক্স খোকার স্ত্রীর গলায় সালোয়ারের ওড়না জড়িয়ে খুন করে৷ খবর ডেইলি মেলের

মৃতা খানজাদি লাশারির(নাম পরিবর্তিত) বয়স মাত্র ১৯৷ শ্বশুরবাড়িতে যে ঘরে ফুলশয্যার খাট সাজানো হয়েছিল, সেখান থেকেই তাঁর নিথর দেহ উদ্ধার করে পুলিশ৷ পুলিশি তদন্তে জানা গিয়েছে, বিয়ের আগে অভিযুক্ত যুবক সম্পর্কে মৃতার তুতো ভাই ছিল৷ সম্প্রতি তাদের বিয়ে হয়৷ বিয়ের রাতেও সবকিছু ঠিকঠাক ছিল বলে দাবি করেছেন মৃতার পরিবার৷ পরিবারের তরফে জামাইয়ের বিরুদ্ধে পুলিশি অভিযোগ দায়ের করা হয়েছে৷

কান্নায় ভেঙে পড়ে মৃতার বাবা কোনওমতে বলছেন, “জামাইয়ের মাথা গরম করার স্বভাব রয়েছে এটা আমরা জানতাম, ওর পরিবারও জানত৷ কিন্তু আমার মেয়ের সঙ্গে এরকমটা করবে ভাবতে পারিনি৷” স্ত্রীকে খুন করেই অবশ্য বাড়ি থেকে পালায় অভিযুক্ত৷ মোবাইল নম্বর ও লোকেশন ‘ট্র্যাক’ করে তাকে গ্রেফতার করেছে পুলিশ৷ তার বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে৷



মন্তব্য চালু নেই