বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ!

টেস্ট ম্যাচ খেলতে আগামী দুই মাসের মধ্যে যেকোন সময় বাংলাদেশে দল পাঠাতে আগ্রহী ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন প্রস্তাব পাওয়ার বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন।

নাজমুল হাসান পাপন বলেছেন, ‘আমরা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড থেকে একটি প্রস্তাব পেয়েছি। ওরা একটি টেস্ট আয়োজনের প্রস্তাব দিয়েছে। আমরা টেস্টের পাশাপাশি অন্য ফরম্যাটের ম্যাচও খেলতে আগ্রহী।

তিনি আরও জানান, বোর্ড পরিচালকদের সঙ্গে আলোচনা করে হোম সিরিজ ঠিক করা হবে। আগামী রোববার বোর্ডের পরিচালকদের সাথে আলোচনা করার কথাও জানান তিনি।



মন্তব্য চালু নেই