জানেন কি পৃথিবীর একমাত্র দূষণমুক্ত দেশ কোনটি? জেনে নিন!
পৃথিবীর একমাত্র দূষণমুক্ত দেশ ভুটান। এই দেশটাকে বিশ্বের দূষণ বিরোধী দেশ মুখ বললেও কমা বলা হবে। রাজতন্ত্র এই দেশে রাজপুত্র জন্ম নিলে লাখেরও বেশি নতুন গাছের চারা রোপণ করে উৎসব পালন করা হয়। ভুটানই হলো বিশ্বের একমাত্র কার্বন শূন্য দেশ। কার্বন খরচ করে না বলে ভুটানে যে উন্নয়ন হয়নি, তা কিন্তু নয়। ভুটান একেবারে উজ্জ্বল ব্যতিক্রম হয়ে প্রমাণ করছে ইচ্ছা থাকলে ঠিক উপায় হয়।
ভুটান আর্থিকদিক থেকে দুর্বল হলেও, তারা নিজেদের মত করে উন্নয়ন করে চলেছে। বেইজিংয়ের রাস্তায় মানুষ বের হলে যখন চোখ দিয়ে জল পড়ে অসুস্থ হয়ে পড়তে হয়, ধোঁয়ায় দেখাই যায় না সিওলের রাস্তা। দিল্লির দূষণ থেকে বাঁচতে মুখ ঢাকতে হয়। তখন থিম্পুর রাস্তায় মানুষ শ্বাস নেয় প্রাণভরে। উন্নয়ন মানে শুধু দূষণ নয়। উন্নয়নের বিকল্প এক পন্থা দেখাচ্ছে ভুটান।
এই যে গ্লোবাল ওয়ার্মিং নিয়ে এত কথা হয়। ওবামা থেকে পুতিন। বিশ্বের তাবড় তাবড় রাষ্ট্রনেতারা পরিবেশ নিয়ে কত বড় বড় ভাষণ দেন। কিন্তু বাস্তবে দেখা যায় কার্বনের ফোয়ারে ছুটিয়ে তারাই বিশ্বকে গ্লোবাল ওয়ার্মিংয়ের দিকে ঠেলে দিচ্ছে।
মন্তব্য চালু নেই