ইউপি নির্বাচনে পরীক্ষার্থীদের ক্ষতি হবে না : শিক্ষামন্ত্রী
চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের মধ্যে আজ (রোববার) থেকে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। তবে ইউপি নির্বাচনের মধ্যে এইচএসসি পরীক্ষা শুরু হলেও পরীক্ষার্থীদের কোনো ক্ষতি হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
রোববার সিদ্ধেশ্বরী গার্লস কলেজে এইচএসসি পরীক্ষা পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, নির্বাচন কমিশনের সঙ্গে সমন্বয় করে পরীক্ষার রুটিন করা হয়েছে। তাই নির্বাচন হলেও পরীক্ষার্থীদের কোনো ক্ষতি হবে না।
শিক্ষামন্ত্রী আরো বলেন, ২০০৭-০৮ সালে এইচএসসি পরীক্ষার্থী ঝড়ে পড়ার সংখ্যা ছিল ২৫ শতাংশ। যা আমরা কমিয়ে ১৯ শতাংশে নামিয়ে এনেছি। এটা আমাদের সাফল্য।
উল্লেখ্য, রোববার সকাল থেকে দেশের ১০টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। প্রথমবারের মতো এবার আগে ৫০ মিনিটে এমসিকিউ অংশ এবং ১০ মিনিট বিরতি দিয়ে পরের দু’ঘণ্টায় সৃজনশীল অংশের পরীক্ষা নেয়া হচ্ছে।
মন্তব্য চালু নেই