রাষ্ট্রপতি হওয়ার যোগ্য নই : অমিতাভ

সম্প্রতি ভারতের সমাজবাদী পার্টির সাবেক নেতা অমর সিং এক সাক্ষাৎকারে জানান, বলিউডের ‘বিগ বি’ অমিতাভ বচ্চনকে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে প্রস্তাবের পরিকল্পনা করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এ সম্পর্কে নিজের প্রতিক্রিয়া জানিয়ে সদাবিনয়ী অমিতাভ বচ্চন বলেন, ‘রাষ্ট্রপতি হিসেবে আমার নাম প্রস্তাবের পরিকল্পনায় খুবই সম্মানিতবোধ করছি। তবে এমন গুরু দায়িত্বের একটি পদের যোগ্য আমি নই। পাশাপাশি এমন কোনো প্রস্তাব এখনো আমার কাছে আসেনি।’

এর আগে গত মঙ্গলবার অমর সিং এক সাক্ষাৎকারে বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে বলিউড তারকা অমিতাভ বচ্চনের নাম প্রস্তাবের পরিকল্পনা করছেন।’

ভারতের বর্তমান রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। ২০১২ সালের জুলাই থেকে পাঁচ বছরের মেয়াদে এ পদে আছেন তিনি।



মন্তব্য চালু নেই