চুয়াডাঙ্গা ৪ ইউপিতে আ’লীগের ২ ও আ’লীগের বিদ্রোহী ২ প্রার্থী বিজয়ী

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার চারটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত দুই প্রার্থী এবং আওয়ামী লীগের বিদ্রোহী দুই প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। প্রাপ্ত ফলাফল অনুযায়ী পদ্মবিলা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবু তাহের বিশ্বাস (নৌকা) ৫ হাজার ৮১৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সেলিম মল্লিক (আনারস) পেয়েছেন ৪ হাজার ৫৭০ ভোট। কুতুবপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলী আহম্মেদ হাসানুজ্জামান (নৌকা) ৭ হাজার ৬৪৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শাখাওয়াত হোসেন পেয়েছেন ৫ হাজার ৫৪২ ভোট। মোমিনপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী গোলাম ফারুক জোয়ার্দ্দার (ঘোড়া) ৪ হাজার ২৪১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম আওয়ামী লীগ মনোনীত শেফালী খাতুন (নৌকা) পেয়েছেন ৩ হাজার ১২৫ ভোট। আলুকদিয়া ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ইসলাম উদ্দিন (আনারস) ৬ হাজার ৮৬৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল মজিদ মোল্লা (ধানের শীষ) পেয়েছেন ৪ হাজার ২৭৫ ভোট।



মন্তব্য চালু নেই