মামা হলেন সালমান

‘চাচা’ হয়েছেন অনেক আগেই। এবার মামা হলেন সালমান খান। বুধবার সকালেই সেই সুখবর পেয়েছেন সালমান। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ভাগ্নেকে দেখতে ছুটে যান হাসপাতালে।

আরবাজ-মালাইকার বিচ্ছেদের বিষাদের মধ্যেই সুখবর এল সেলিম খানের পরিবারে। মা হলেন সালমান খানের বোন অর্পিতা খান। আজ সকালেই জন্ম নিয়েছে অর্পিতা খান ও আয়ুশ শর্মার প্রথম সন্তান ‘আহিল।’

সালমানের সঙ্গের তার ভাগ্নের ছবি আজ ইনস্টাগ্রামের শেয়ার করেন আয়ুশ।



মন্তব্য চালু নেই