রাবিতে সিফাত হত্যার অভিযুক্তদের শাস্তির দাবিতে মানববন্ধন
ইয়াজিম ইসলাম পলাশ, রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থী ওয়াহিদা সিফাত হত্যাকা-ের নতুন ময়নাতদন্তে অভিযুক্তদের দ্রুত শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। রবিবার বেলা ১১টায় রবীন্দ্র ভবনের সামনে তারা এ মানববন্ধনের আয়োজন করে।
সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মাহবুব আলমের সঞ্চালণায় মানববন্ধনে বক্তব্য দেন বিভাগের সভাপতি ড. প্রদীপ কুমার পা-ে, সহযোগী অধ্যাপক তানভীর আহমদ, মশিহুর রহমান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, নতুন ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী আমরা প্রাথমিক ভাবে ন্যায় বিচার পেয়েছি। ওয়াহিদা সিফাতের হত্যাকা- ঘটার পরে প্রথমে দোষীরা যেভাবে এই হত্যাকান্ডকে আত্œহত্যার মতো ভিন্ন খাতে চালানোর চেষ্টা করেছিল তা আজ সবার সামনে ষ্পষ্ট।
বক্তারা আরও বলেন, বর্তমানে অভিযুক্তরা জামিনের পায়তারা চালাচ্ছে। যতদিন অভিযুক্তদের শাস্তি নিশ্চিত না হবে ততোদিন আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। এসময় বক্তারা অভিযুক্তদের দ্রুত শাস্তি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান।
মানববন্ধন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন বিভাগের দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহন করেন।
মন্তব্য চালু নেই