মিঠাপুকুরে বৈদ্যুতিক তারে জড়িয়ে ক্যাবল অপারেটর শ্রমিকের মৃত্যু

মোঃ শামীম আখতার, উপজেলা প্রতিনিধি, মিঠাপুকুর (রংপুর)॥ রংপুরের মিঠাপুকুরে বৈদ্যুতিক তারে জড়িয়ে সুমন মিয়া (২৭) নামে এক ক্যাবল অপারেটর শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার বিকেলে উপজেলার শঠিবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের অদুরে এ ঘটনা ঘটে। নিহত সুমন উপজেলার দূর্গাপুর গ্রামের কুদ্দুস আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানায়, শঠিবাড়ীর স্থানীয় একটি ক্যাবল নেটওয়ার্কের অপারেটরের কাজ করতো সুমন। গতকাল শুক্রবার বিকেলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কাছে রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর বৈদ্যুতির খুটির উপরে উঠে ক্যাবল লাইনের কাজ করতেছিলেন তিনি। এসময় বৈদুতির প্রবাহ ছিলো না। কিছুক্ষন কাজ করার পর হঠাৎ করে বৈদ্যুতিক প্রবাহ শুরু হলে সুমন বৈদ্যুতিক শক খেয়ে মাঠিতে পড়ে যায়। আশপাশের লোকজন ছুটে এসে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।

এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, স্থানীয় ক্যাবল অপারেটর কোম্পানীগুলো পল্লী বিদ্যুতের খাটিতে তাদের তার টাঙ্গিয়ে থাকেন। এতে, ঝুঁকির মধ্যেই শ্রমিকদের কাজে লাগিয়ে দেয়। ইতোপূর্বে এরকম কয়েকটার মৃত্যুর ঘটনা ঘটেছে।



মন্তব্য চালু নেই