বিরতিতে যাচ্ছেন ক্রিস্টেন স্টুয়ার্ট
টুয়াইলাইট খ্যাত আমেরিকান অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্ট সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন তিনি অভিনয় থেকে সাময়িক বিরতি নিতে চান।
ইউএসএ টুডের একটি প্রতিবেদনে বলা হয়েছে ২৪ বছর বয়সি স্টুয়ার্ট বর্তমানে তার ক্যাম্প এক্স-রে সিনেমার প্রচার নিয়ে ব্যস্ত রয়েছেন। প্রতিবেদনে আরো বলা হয়েছে তার অভিনয় থেকে বিরতির এ সিদ্ধান্ত তিনি এ সপ্তাহতেই নিয়েছেন।
অভিনয় থেকে বিরতি প্রসঙ্গে ক্রিস্টেন স্টুয়ার্ট বলেন, ‘আমি এ বিরতি নিচ্ছি কারণ গত দুবছর ধরে টানা কাজ করেছি। আমি এখন লস অ্যাঞ্জেলসের একটি গ্রামে একা থাকতে চাই এবং আমার নিজের কিছু কাজ করতে চায়।’
তিনি আরো বলেন, ‘আমি একজন অভিনয় শিল্পী এবং এটি শিল্পের একটি অংশ। আমি খুব অল্প বয়সে অভিনয়ে এসেছি এজন্য আমি যখন আমার অন্য শিল্প গুণ নিয়ে চিন্তা করি তখন খুব অপরিপূর্ণতা অনুভব করি। আমি একটি শর্ট ফিল্ম তৈরি করছি। আর লেখার কাজটা তো আমি সবসময়ই করে থাকি।’
তার এমন সিদ্ধান্তে নিশ্চয় হতাশ হবেন ক্রিস্টেন স্টুয়ার্ট ভক্তরা।
মন্তব্য চালু নেই