এক রানের হারের ম্যাচে মাশরাফিদের জরিমানা

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টেনে ভারতের বিপক্ষে ম্যাচে স্লো ওভার রেটের কারণে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাসহ দলের অন্য সদস্যদের জরিমানা করা হয়েছে।

শুক্রবার আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত বুধবার বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে সুপার টেনের ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার কম বল করেছে বাংলাদেশ।

নিয়ম অনুযায়ী, আইসিসির ম্যাচ রেফারি ক্রিস ব্রড বাংলাদেশের খেলোয়াড়দের ম্যাচ ফির ১০ শতাংশ এবং অধিনায়ক মাশরাফির ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করেন।

মাশরাফি দোষ স্বীকার করে শাস্তি মেনে নেওয়ায় কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

ভারতের বিপক্ষে ওই ম্যাচে জয় হাতের মুঠোয় পেয়েও অবিশ্বাস্যভাবে ১ রানে হেরে যায় বাংলাদেশ। শেষ তিন বলে ২ রানের সমীকরণ মেলাতে ব্যর্থ হয় মাশরাফির দল। সেই হারের ক্ষত টাটকা থাকতেই এবার জরিমানা গুনতে হলো মাশরাফিদের।

শনিবার কলকাতায় টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ভারতের কাছে হারের ফলে সেমিফাইনালের সম্ভাবনা শেষ হয়ে যাওয়ায় কিউইদের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের জন্য কেবলই আনুষ্ঠানিকতা।



মন্তব্য চালু নেই