মালয়েশিয়ায় স্বামী-সন্তানসহ শাবনূর

আবারও দেশের বাইরে গেলেন বাংলাদেশের জনপ্রিয় নায়িকা শাবনূর। তবে কোনো কাজে নয়, তিনি মালয়েশিয়া গেছেন ঘুরতে। সঙ্গে আছেন স্বামী ও সন্তান। শাবনূর ফিরবেন ৩০ মার্চ। গত ১৫ মার্চ তিনি বাংলাদেশের একটি ফ্লাইটে মালয়েশিয়ায় যান। এমনটিই জানালেন শাবনূরের বাবা শাহজাহান খান।

শাহজাহান খান বলেন, ‘গত ১৫ তারিখ রাতে স্বামী ও সন্তান নিয়ে মালয়েশিয়া গেছে শাবনূর। আজ ঢাকায় ফেরার কথা ছিল, কিন্তু ৩০ তারিখের আগে সে ঢাকায় আসছে না। গত রাতে তার সঙ্গে ফোনে আমার কথা হয়েছে। সেখানে আমার নাতিটা নাকি অনেক মজা পাচ্ছে, যে কারণে আরো কয়েক দিন তারা সেখানে থাকতে চায়।’

মালয়েশিয়া থেকে ফিরেই অস্ট্রেলিয়া যাবেন শাবনূর। এ বিষয়ে শাহজাহান বলেন, ‘আগামী রোজার ঈদে তাদের অস্ট্রেলিয়া যাওয়ার কথা রয়েছে। গরমটা শুরু হলে প্রতিবছরই তারা সেখানে যায়।’ নতুন কোনো ছবিতে অভিনয় করবেন কি না জানতে চাইলে শাবনূরের বাবা বলেন, ‘নতুন ছবির বিষয়ে আমি কিছু বলতে পারব না। কারণ সে বরাবরই বলছে, স্বাস্থ্য একটু কমিয়ে আবার কাজ শুরু করবে। কিন্তু সে যে পরিমাণ ভোজনরসিক, আমার মনে হয় না সে তার স্বাস্থ্য কমাতে পারবে। এর পরও বলব, মানুষ চাইলে কী না পারে। আপনারা দোয়া করবেন, তারা যেন সুস্থ অবস্থায় দেশে ফিরে আসে।’



মন্তব্য চালু নেই