বাংলাদেশ-ভারত ম্যাচের উত্তেজনায় একজনের মৃত্যু

বুধবার বিশ্বকাপে ম্যাচে বুক ভেঙ্গেছে বাংলাদেশের কোটি কোটি মানুষের। শাসরুদ্ধকর ম্যাচটা বাংলাদেশ জিতলে হৃদয় ভাংতো শতকোটি মানুষের ভারতের। তাদের হৃদয় না ভাংলেও এই রোমাঞ্চকর ম্যাচের প্রভাবে প্রাণ গেছে একজনের। ভারত-বাংলাদেশ ম্যাচের চাপ সইতে না পেরে হার্ট অ্যাটাকে ভারতের উত্তর প্রদেশে মারা গেছেন একজন।

বয়স হয়েছিল গোরাকপুরের বিস্তালি গ্রামের ওম প্রকাশ শুক্লার। নিজের বাড়িতে বাংলাদেশ-ভারত ম্যাচ দেখছিলেন। শেষ ওভারে জিততে বাংলাদেশের দরকার ১১ রান। উত্তেজনার শেষ ওভারের প্রথম তিন বলে ৯ রান তুলে ফেলে বাংলাদেশ। মুশফিকুর রহিম হার্দিক পান্ডিয়াকে পর পর দুটি বাউন্ডারি মারার পর শুক্লার বুকে খুব ব্যথা শুরু হয়। বাংলাদেশ তখন জয়ের দরজায়। ভারতের ১ রানের অসাধারণ জয়টা আর উদযাপন করা হয়নি শুক্লার। খেলা শেষ হবার কিছুক্ষণের মধ্যে মারা যান তিনি।-কালের



মন্তব্য চালু নেই