দুই দিনে ৮০ কোটি টাকার ব্যবসা
এবার দিওয়ালিতে মুক্তি পেয়েছে ফারহা খান ও শাহরুখ খান জুটির ছবি ‘হ্যাপি নিউ ইয়ার’। আর মুক্তির দুদিনেই চমক দেখিয়ে দিলেন কিং খান।
দুই দিনেই তার ছবি ব্যবসা করে নিয়েছে ৮০ কোটি টাকা। এমনটিই বলছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো। বলা হচ্ছে প্রথম দিনেই ৪৪.৯৭ কোটি টাকার ব্যবসা করে ছবিটি। দুদিনেই যদি হয় ৮০ কোটি টাকার ব্যবসা, তাহলে বাকি দিন তো পরেই আছে! তাই বক্স অফিসের ধারণা এ ছবি রেকর্ড পরিমাণ ব্যবসা করবে। এবং শাহরুখের আগের সব রেকর্ড ভেঙে ফেলবে ‘হ্যাপি নিউ ইয়ার’।
মন্তব্য চালু নেই