শিশু অপহরণের হুমকী দিয়ে চাঁদা দাবীর অভিযোগে আটক ২ যুবক

মুহাম্মদ আবু হেলাল, ঝিনাইগাতী: শেরপুরের ঝিনাইগাতীতে ২৪মার্চ বৃহস্পতিবার সন্ধ্যায় শিশু অপহরণের হুমকী দিয়ে চাঁদা দাবীর অভিযোগে ২ যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো উপজেলার প্রতাবনগর গ্রামের তোতা মন্ডলের ছেলে ও শফি উদ্দিন আহম্মদ কলেজের প্রথম বর্ষের ছাত্র আরিফ হোসেন সুহান(২০), অপরজন নয়াগাও গ্রামের মৃত আবু বক্করের ছেলে ও ভাওয়াল বদরে আলম বিশ্ববিদ্যালয় কলেজের প্রথম বর্ষের ছাত্র আলম মিয়া(২০)।

থানার সূত্রে জানা যায়, উপজেলার সদর বাজারে ৩ ব্যবসায়ী মেসার্স ইউসুফ ট্রেডার্সের মালিক মজনু মিয়া, মেসার্স আঃ হাকিম ট্রেডার্সেস মালিক আলহাজ হাছেন আলী ও মৎস্য খামার ব্যবসায়ী ফরহাদ হোসেনকে পৃথক ভাবে মোবাইল ফোনের মাধ্যমে ২ থেকে ৩০লক্ষ টাকা চাঁদা দাবী করে। তাদের দাবীকৃত টাকা না দিলে ওই তিন ব্যবসায়ীর শিশুদের অপহরণ সহ গুম বা খুন করার হুমকী দেয়।

এ ঘটনার প্রেক্ষিতে ওই তিন ব্যবসায়ী ঝিনাইগাতী থানায় পৃথক তিনটি অভিযোগ দায়ের করন। অভিযোগটি আমলে নিয়ে দ্রুত অভিযানে নামেন ওসি মিজানুর রহমান, এসআই খোকন চন্দ্র সরকার ও এসআই শফিক আহম্মেদ সহ সঙ্গীয় পুলিশ।

হুমকী দাতাদের মোবাইল ফোনটি প্রায় সময়ে বন্ধ থাকায় গত কয়েক দিন যাবৎ অভিযান চালিয়ে অবশেষে মোবাইল টেকিং এর মাধ্যমে বৃহস্পতিবার সন্ধ্যায় ঝিনাইগাতী বাজার থেকে প্রথমে সুহানকে গ্রেফতার করে। পরে সুহানের মাধ্যমে আলমকেও পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়।



মন্তব্য চালু নেই