‘ভূবন মাঝি’ নিয়ে কলকাতায় অপর্ণা ঘোষ

বাংলাদেশ অংশের শুটিং শেষে ‘ভূবন মাঝি’ নিয়ে কলকাতায় উড়াল দিয়েছেন অপর্ণা ঘোষ। সাথে আছেন সহ-শিল্পী মাজনুন মিজান। গতকাল সামাজিক যোগোযোগের মাধ্যম ফেসবুকে এমন একটি ছবি পোস্ট করেছেন। আর লিখেছেন, আমি আর অপর্ণাসহ পুরো ভূবন মাঝি টিম এখন কলকাতায়।

এদিকে সম্প্রতি কুষ্টিয়ার শিলাইদহের রবীন্দ্রনাথের কুঠিবাড়ির পাশেই একটি ডাকবাংলো রয়েছে সেখানকার বিভিন্ন লোকেশনে শুটিং হয়েছে ছবিটির। এছাড়া কুমারখালি, খোকসা, মিরপুরসহ আশেপাশের লোকেশনেও হয়েছে। এ ছবিতে অপর্ণার চরিত্রটির নাম ফরিদা। ছবিটি পরিচালনা করছেন ফখরুল আরেফিন। ছবির কাহিনি গড়ে উঠেছে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে।

সরকারি অনুদানে নির্মাণাধীন ‘ভূবন মাঝি’ ছবির গল্পে দেখা যাবে, পরমব্রত সারা জীবন লালন ভাব দর্শনে বিশ্বাসী হলেও, অপর্ণা ঘোষের উৎসাহে মুক্তিযুদ্ধে যোগ দেন। ‘ভুবন মাঝি’ ছবিতে পরমব্রত ও অর্পণা ঘোষ ছাড়াও অভিনয় করবেন মামুনূর রশীদ, নওশাবা, সুষমা সরকার, মাজনুন মিজান প্রমুখ



মন্তব্য চালু নেই