‘আল্ট্রা থিন’ ল্যাপটপ আনছে অ্যাপল

বিশ্বের সবচে পাতলা ল্যাপটপ আনছে ল্যাপটপ। এই ল্যাপটপ তৈরির কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। ডিজি টাইমস জানিয়েছে, ম্যাকবুক সিরিজের এই ল্যাপবুক হবে ‘আল্ট্রা থিন’। এই গ্রাষ্মেই এগুলো বাজারে ছাড়া হবে।

ডিজি টাইমের প্রতিবেদন অনুযায়ী, অ্যাপলের নতুন আল্ট্রা থিন ম্যাকবুক হবে ১৩ এবং ১৫ ইঞ্চির। এগুলো এ বছরের দ্বিতীয় প্রান্তিকে বাজারে ছাড়া হবে।

এদিকে অ্যাপল ছাড়াও আসুস, ডেল এবং লেনোভোর মত বিখ্যাত কোম্পানিগুলোও আল্ট্রা থিন ল্যাপটপ তৈরির কাজ শুরু করে দিয়েছে।

অ্যাপলের নতুন ম্যাকবুক দুইটির ডিজাইন ১২ ইঞ্চির ম্যাকবুকের মতই হবে। তবে ম্যাকবুক এয়ারের চেয়েও এটা পাতলা হবে।

বাজার গবেষণাকারী প্রতিষ্ঠান গার্টনারের তথ্য মতে, ২০১৫ সালের শেষ প্রান্তিকে বিশ্বজুড়ে ল্যাপটপের বিক্রি কমেছে ৮.৩ শতাংশ। অ্যাপল ল্যাপটপের বাজারে চতুর্থ অবস্থানে রয়েছে।



মন্তব্য চালু নেই