যেভাবে পরলে মানাবে স্ট্রাইপ ড্রেস
মহিলাদের ফ্যাশনওয়্যারের তালিকায় স্ট্রাইপ খুব গুরুত্বপূর্ণ । ঠিকভাবে পরলে চেহারার চাকচিক্যই পালটে যেতে পারে । সেইসঙ্গে ফিগারটিকে আরও সুন্দর করে ফুটিয়ে তোলে স্ট্রাইপস। ফর্মাল ও অফিস পরিবেশে স্টাইপ অসাধারণ ভূমিকা পালন করে । সঠিক স্ট্রাইপ সঠিকভাবে পরার কিছু উপায় :
কোণাকুনি স্ট্রাইপ
তন্বী দেখাতে চাইলে ডায়াগোনাল বা কোণাকুনি স্ট্রাইপের কোনও তুলনা হয় না । এটাই সেরা। ডায়াগোনাল স্ট্রাইপ শার্টের সঙ্গে পেনসিল স্কার্ট পরে ফেলুন বা পরতে পারেন ডায়াগোনাল স্ট্রাইপওয়ালা A-লাইন কাটের কোনও পোশাক ।
সিলোয়েট্স স্ট্রাইপ
ঠিকমতো পেয়ার করে পরতে পারলে সিলোয়েট্স স্ট্রাইপের কোনও বিকল্প হয় না । সমতল সিলোয়েট্স স্ট্রাইপও পরে ফেলতে পারেন । বুট কাট জিন্স ও বডি হাগিং ট্যাঙ্ক টপের সঙ্গে সমতল সিলোয়েট স্ট্রাইপ জ্যাকেট পরে ফেলুন । রোগা দেখাবে আপনাকে ।
অ্যাক্সেসরিজ়
স্ট্রাইপ কি কেবলই পোশাকের জন্য ! একেবারেই না । বাড়তি উপকরণ হিসেবেও স্ট্রাইপ খেল দেখাতে পারে । সলিড প্রিন্টের কোনও পোশাকের সঙ্গে স্ট্রাইপ জুতো গলিয়ে নিন পায়ে । হাঁটু পর্যন্ত কালো স্কার্টের সঙ্গে টুকটকে লাল হ্যান্ডব্যাগ ঝুলিয়ে নিন কাঁধে, সেইসঙ্গে পায়ে পরুন লাল সাদা স্ট্রাইপ জুতো।
মন্তব্য চালু নেই