‘রাত্র বেলা ভোট বাক্স ভরও, আর দিনের বেলা গুনে ফেলো’

দেশে প্রথমবারের মত দলীয় প্রতীকে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে দিবা রাত্রি’র নির্বাচন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ।

মঙ্গলবার বিকেলে তার নিজের সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকের অফিসিয়াল ফেরিফায়েড পেজে তিনি একটি স্ট্যাটাসের মাধ্যমে এ মন্তব্য করেন।

আন্দালিব রহমান পার্থ বলেন, এটাকে বলে দিবা রাত্রি নির্বাচন …অনেকটা day night cricket match (ডে-নাইট ক্রিকেট ম্যাচ) এর মতন । রাত্রে বেলা ভোট বাক্স ভরও আর দিনের বেলা গুনে ফেলো।’

উল্লেখ্য, কেন্দ্র দখল, জাল ভোটসহ নানা অনিয়ম আর সহিংসতার মধ্য দিয়ে আজ মঙ্গলবার প্রথম ধাপে অনুষ্ঠিত হয়েছে দেশের ৩৪টি জেলার ৭১৭ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন। ভোটগ্রহণ চলে মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।



মন্তব্য চালু নেই