ভারত সেরা উঠতি অভিনেত্রী হারশালি মালহোত্রা
গতকাল রাতে ঝমকালো আয়োজনের ভেতর দিয়ে হয়ে গেল ভারতীয় সিনেমাকে পুরস্কৃত করার গুরুত্বপূর্ণ প্লাটফর্ম ‘জি সিনে অ্যাওয়ার্ড ২০১৬’। ভারতের তারকা সমৃদ্ধ এই ফিল্ম ফেস্টিভালে সেরা উঠতি অভিনেত্রী হিসেবে পুরস্কার জিতে নিলেন ইতিহাস সৃষ্টি করা ছবি ‘বজরঙ্গি ভাইজান’-এর সেই ছোট্ট মুন্নী চরিত্রে অভিনয় করা হারশালি মালহোত্রা।
ভারতের চলতি বছরের অন্যান্য অ্যাওয়ারড অনুষ্ঠানগুলোর মতই ‘জি সিনে অ্যাওয়ার্ড’-এও প্রায় বেশির ভাগ পুরস্কারে ভাগ বসিয়েছে গেল বছর মুক্তি পাওয়া বলিউডের আলোচিত চলচ্চিত্র বজরঙ্গি ভাইজান, পিকু এবং বাজিরাও মাস্তানি। পুরস্কারের প্রায় সব ক্যাটাগরিতেই আছে এই তিনটি ছবির দাপট।
গেল বছরে বলিউডে ইতিহাস সৃষ্টি করা ছবি ‘বজরঙ্গি ভাইজান’-এ একজন পাকিস্তানি বোবা শিশুর চরিত্রে প্রথমবার অভিনয় করেই ভারতীয় ছবির দর্শকদের আবেগে কাঁদিয়েছেন ছোট্ট মেয়ে হারশালি মালহোত্রা। পাকিস্তানি একজন বোবা মেয়ে মুন্নি চরিত্রে অভিনয় করেন তিনি। যে কিনা পরিস্থিতির মারপেচে পড়ে ভারতে এসে হারিয়ে যায়। আর তাকে এক হনুমান ভক্ত ভারতীয়’র পাকিস্তানে ফিরিয়ে দেয়ার গল্প নিয়েই নির্মাণ হয় ছবি ‘বজরঙ্গি ভাইজান’।
ভারত ছাড়াও ছবিটি প্রশংসা কুড়িয়েছে বিদেশের মাটিতেও। ভারতে ইতিমধ্যে বেশ কয়েকটি ফেস্টিভাল ও অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পুরস্কৃত হওয়ার পর, এবার ‘জি সিনে অ্যাওয়ার্ড ২০১৬’-এর সেরা ডেব্যু অভিনেত্রীর পুরস্কারটিও অর্জন করলেন হারশালি!
শহীদ কাপুর ও করন যোহরের রসালো উপস্থাপনায় ধারনকৃত ‘জি সিনে অ্যাওয়ার্ড ২০১৬’ অনুষ্ঠানটি ভারতীয় টেলিভিশনে প্রচার হবে আসছে মার্চের ৫ তারিখে। তার আগে এখানে দেখে নিতে পারেন ‘জি সিনে অ্যাওয়ার্ড’-এ পুরস্কারজয়ীদের পূর্ণ তালিকা:
জুরি অ্যাওয়ার্ড:
সেরা ছবি: বাজিরাও মাস্তানি
সেরা নির্মাতা: সঞ্জয় লীলা বানসালি, বাজিরাও মাস্তানি
সেরা অভিনেত্রী: দীপিকা পাডুকোন, পিকু
সেরা অভিনেতা: অমিতাভ বচ্চন(পিকু) এবং রনবীর সিং(বাজিরাও মাস্তানি)
দর্শকের পছন্দে সেরা:
বছরে সেরা গান: প্রেম রতন ধন পায়ো
সেরা ছবি: বাজিরাও মাস্তানি
সেরা অভিনেত্রী: দীপিকা পাডুকোন, বাজরাও মাস্তানি
সেরা অভিনেতা: সালমান খান, বজরঙ্গি ভাইজান
বছরের সেরা ডেব্যু:
সেরা ডেব্যু অভিনেতা: ভিকি কুশাল, মাসান
সেরা ডেব্যু অভিনেত্রী: ভূমি পেডনেকার, দম লাগা ক্যা হেইসা এবং হারশালি মালহোত্রা, বজরঙ্গি ভাইজান
সেরা ডেব্যু নির্মাতা: নিরজ ঘাইওয়ান, মাসান
বছর সেরা কমিক চরিত্র: নওয়াজউদ্দিন সিদ্দিকী, বজরঙ্গি ভাইজান
বছর সেরা ভিলেন: নওয়াজউদ্দিন সিদ্দিকী, বাদলাপুর
প্বার্শচরিত্রে সেরা অভিনেতা: সঞ্জয় মিশ্র, মাসান
প্বার্শচরিত্রে সেরা অভিনেত্রী: শ্বেতা ত্রিপাঠি, মাসান
সেরা ভিজ্যুয়াল ইফেক্টস: প্রসাদ সুতার, বজরঙ্গি ভাইজান
সেরা অ্যাকশন: শ্যাম কুশাল, বাজিরাও মাস্তানি
সেরা গল্প: জুহি চতুর্বেদি, পিকু
সেরা ডায়ালগ: জুহি চতুর্বেদি, পিকু
সেরা চিত্রনাট্য: জুহি চতুর্বেদি, পিকু
সেরা সিনেমাটোগ্রাফি: সদীপ চ্যাটার্জি, বাজিরাও মাস্তানি
সেরা কোরিওগ্রাফি: গণেশ আচার্য, বাজিরাও মাস্তান’র মালহারির জন্য
সঙ্গীত:
সেরা সঙ্গীতায়োজক: আনু মালিক, দম লাগা কে হেইসা
সেরা সঙ্গীতশিল্পী(পুরুষ): মোহিত চৌহান, মাতারাগাস্তি, ছবি: তামাশা, এবং অরিজিৎ সিং, সুরজ ডোবা, ছবি: রয়
সেরা সঙ্গীতশিল্পী(নারী): শ্রেয়া ঘোষাল, মোহে রঙদো লাল, ছবি: বাজিরাও মাস্তানি
সেরা ব্যাকগ্রাউন্ড স্কোর: সঞ্চিত বালহরা, বাজিরাও মাস্তানি
সেরা লিরিক: বরুন গ্রোভার, মোহ মোহ কে দাগে, ছবি: দম লাগা কে হেইসা
ভারতীয় সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা: অজয় দেবগন
মন্তব্য চালু নেই