‘চর দখলের মত কেন্দ্র দখল হয়েছে’

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ অভিযোগ করে বলেছেন, চর দখলের মত কেন্দ্র দখল হয়েছে। সারাদেশের প্রায় সবগুলো কেন্দ্র দখল করে নিয়ে নৌকা প্রতীকে সীল মারছে সরকার দলীয় নেতাকর্মীরা।

আজ দুপুরে তাৎক্ষনাৎ এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, সারাদেশে হাতপাখার এজেন্টদেরকে বের করে দেয়ার খুলনার রুপসা উপজেলার নইহাটি ইউনিয়নের সবগুলো কেন্দ্র থেকে হাতপাখার এজেন্টদেরকে বের করে দেয়া হয়। লক্ষীপুরের কমলনগর থানার ৬নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজেই ভোট দিতে পারেননি। বরিশালের বাকেরগঞ্জ, মুলাদী ও হিজলার সবকটি ইউনিয়নের কেন্দ্র দখল করে নিয়ে নৌকায় সীল মারার সংবাদ এসেছে। নরসিংদীর পলাশের ডাঙ্গা ইউনিয়নের প্রকাশ্যে ভোট ডাকাতি চলছে। পটুয়াখালীর সব অঞ্চলে হাতপাখার এজেন্টদেরকে মারধর করে কেন্দ্র থেকে বের করে দেয়া হয়েছে।

মহাসচিব অধ্যক্ষ ইউনুছ আহমাদ বলেন, জাতীয় সম্পদ ব্যয় করে এধরণের প্রহসনের নির্বাচনের কোন প্রয়োজন ছিল না। নির্বাচনের নামে জাতিকে আবারো ধোকা দেয়া হলো।



মন্তব্য চালু নেই