গভীর রাতে অর্জুন কাপুরের সঙ্গে ক্যাটরিনা, বলিউডে তোলাপাড়

বলিউডে নতুন নায়িকার কারিগর হিসেবে সালমান খানকে যদি ধরা হয়, তাহলে নিত্য পুরুষ বদলের নায়িকার নামটা হবে কাটরিনা কাইফ। কয়েক বছর পরপর তার প্রেমিকের নাম পরিবর্তন হয়। তালিকাটা ছোট তবে কাটরিনার পুরুষদের নিয়ে আলোচনা কম হচ্ছে না। সালমান খান, রণবীর কাপুরের পর এবার বুঝি অর্জুন কাপুরকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন কাটরিনা।

উত্তরটা যদি হ্যাঁ হয় তাহলে কোনো ভুল হবে না। কাটরিনার নয়া সঙ্গী এখন অভিনেতা অর্জুন কাপুর। সমপ্রতি দুজনের ঘনিষ্ঠ বন্ধু আরতি শেঠির বাড়িতে তাদের দেখা গেছে। শুধু কি তাই, গভীর রাতে দুজন একসঙ্গে আরতির বাড়িতে উপস্থিত হয়েছেন। মিড ডে-র এক খবরে এমনটাই জানা গেছে।

খবর সূত্র বলছে, রাত ১২টার কিছু সময় পর কাটরিনা মুম্বইয়ের জুহু এলাকায় আরতির বাড়িতে প্রবেশ করেন। তার কিছুক্ষণ পরই গাড়ি থেকে নেমে আসেন অর্জুন কাপুর। সেখানে গভীর রাত পর্যন্ত দুজন সময় কাটান। বিষয়টি জানাজানি হতেই তোলপাড় লেগে যায় বলিউডজুড়ে। কিছুদিন আগেই তো রণবীর কাপুরকে ছাড়লেন কাটরিনা। এবার নতুন করে কি অর্জুনের সঙ্গে শুরু করলেন, নাকি এখানে অন্য কোনো রহস্য আছে এর পেছনে? এসব প্রশ্নেই করছেন সবাই।



মন্তব্য চালু নেই