সেরেনার হাসি আজারেঙ্কার মুখে

টেনিস র‌্যাংকিংয়ের সাবেক নাম্বার ওয়ান তারকা ভিক্টোরিয়া আজারেঙ্কা। আর বর্তমান শীর্ষ তারকা সেরেনা উইলিয়ামস। যে কারণে স্বাভাবিকভাবেই ফেভারিটের তকমাটা গায়ে মেখে কোর্টে নেমেছিলেন আমেরিকান টেনিসের জীবন্ত কিংবদন্তি। কিন্তু শেষ পর্যন্ত সব পরিসংখ্যানই বদলে যায়। ম্যাচ জিতে শ্রেষ্ঠত্বের জানান দিলেন বেলারুশ সুন্দরী ভিক্টোরিয়া আজারেঙ্কা।

রোববার ইন্ডিয়ান ওয়েলসের ফাইনালে ভিক্টোরিয়া আজারেঙ্কা ৬-৪ এবং ৬-৪ গেমে পরাজিত করেন সেরেনা উইলিয়ামসকে। গত মৌসুমে দুর্দান্ত খেলেছেন ৩৪ বছর বয়সী সেরেনা। মৌসুমের প্রথম তিন গ্র্যান্ডস্লামের সবকটিতেই চ্যাম্পিয়ন হন তিনি। কিন্তু ইউএস ওপেনে রবার্টা ভিঞ্চির কাছে হার মানেন সেরেনা।
চলতি বছর অস্ট্রেলিয়ান ওপেনে স্বরুপে ফেরার ইঙ্গিত দিলেও ফাইনালে অ্যাঞ্জেলিক কারবারের কাছে হার মানেন সেরেনা উইলিয়ামস। এবার ইন্ডিয়ান ওয়েলসেও হেরে বিদায় নিতে হলো জনপ্রিয় এই টুর্নামেন্ট থেকে।



মন্তব্য চালু নেই