বিএনপির জরুরি সংবাদ সম্মেলন আজ
সদ্য অনুষ্ঠিত হওয়া ৬ষ্ঠ কাউন্সিলের সার্বিক বিষয় নিয়ে বক্তব্য উপস্থাপনের জন্য জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি।
রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আজ(সোমবার) সকাল ১১টায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য রাখবেন।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার জানান, কাউন্সিল সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।
এ সময় বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন বলেও জানান তিনি।
প্রায় ছয় বছর পর শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত হয় বিএনপির ৬ষ্ঠ জাতীয় কাউন্সিল।
মন্তব্য চালু নেই