আওয়ামী লীগের জাতীয় সম্মেলন ১০ জুলাই

আওয়ামী লীগের ২০তম ত্রিবার্ষিক জাতীয় সম্মেলন পিছিয়ে আগামী ১০ জুলাই নির্ধারণ করা হয়েছে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের কারণে এই সম্মেলন পেছানো হয়েছে।

রবিবার রাতে গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে সম্মেলনের এই তারিখ ঠিক হয়।

বেঠকে দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, নির্ধারিত সময়ে সম্মেলন করার চিন্তা ছিল। কিন্তু ইউনিয়ন পরিষদ নির্বাচনের কারণে সম্মেলন পেছানো হচ্ছে।

এর আগে ক্ষমতাসীন এই দলটির ত্রিবার্ষিক জাতীয় সম্মেলন চলতি মাসের ২৮ তারিখ হওয়ার কথা ছিল।

আওয়ামী লীগের ১৯তম জাতীয় সম্মেলন হয়েছিল ২০১২ সালের ২৯ ডিসেম্বর। ওই কমিটির মেয়াদ গত ২৯ ডিসেম্বর শেষ হয়।



মন্তব্য চালু নেই