নব নির্মিত প্রশাসনিক ভবনের উদ্বোধন করেন বিরোধী দলীয় চীফ হুইফ

কে,এম, গোলাম রব্বানী, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে মজিদা আদর্শ ডিগ্রী কলেজে নব নির্মিত প্রশাসনিক ভবনের উদ্বোধন করেছেন বিরোধী দলীয় চীফ হুইফ তাজুল ইসলাম চৌধুরী।

রোববার দুপুরে কলেজ হল রুমে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মজিদা আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষ খাজা শরিফ উদ্দিন আহমেদ।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাজুল ইসলাম চৌধুরী। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম টুকু, কলেজ ম্যানেজিং কমিটির সদস্য ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাইদ হাসান লোবান, সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ অজয় কুমার রায় প্রমুখ।

আলোচনা সভা শেষে প্রায় ১ কোটি টাকা ব্যায়ে নব নির্মিত প্রশাসনিক ভবনের উদ্বোধন করা হয়।
এর আগে কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসা সেবাসহ সার্বিক বিষয়ে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাজুল ইসলাম চৌধুরী।



মন্তব্য চালু নেই