বিয়ে করছেন মল্লিকা?

ভালবাসায় হাবুডুবু খাচ্ছেন অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত। সব কিছু ঠিকঠাক চললে নাকি বিয়েটাও সেরে নিতে পারেন জলদি।

বলিউডের অন্যতম বম্বশেল মল্লিকা অবশেষে খুঁজে পেলেন তাঁর মনের মানুষকে। তবে, দেশের কাউকেই মনে ধরেনি মিস ‘মার্ডার’-এর। বলিউডের ইনিংস শুরুর আগেই নিজের ব্যক্তিগত সম্পর্ক শেষ করে দিয়েছিলেন মল্লিকা। নিজের বিবাহিত জীবনে পাকাপাকি দাঁড়ি টেনেই রুপোলি পর্দায় পা রাখেন এই অভিনেত্রী।

এরপরে একাধিক সম্পর্কে জড়ালেও দানা বাঁধেনি কোনওটাই। বর্তমানে প্যারিসের এক রিয়্যাল এস্টেট ব্যবসায়ীর সঙ্গে ডেটিং করছেন তিনি। তবে কোনওরকম রাখঢাক না রেখে নিজেই ফলাও করে স্বীকার করেছেন এই সম্পর্কের কথা।

সম্প্রতি নিজেই টুইট করেছেন, পৃথিবীর সবথেকে ভাল অনুভূতি হল ভালবাসায় থাকা।



মন্তব্য চালু নেই