রিজার্ভের অর্থ চুরি: ফিলিপাইন সিনেটে প্রকাশ্যে জেরা, ভিডিও প্রকাশ
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ৮০০ কোটি টাকা চুরির ঘটনা বর্তমানে ‘টক অফ দ্যা কান্ট্রি’তে পরিণত হয়েছে। এ নিয়ে তুমুল সমালোচনার মুখে পড়েছে সরকার। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান চাপের মুখে পড়ে পদত্যাগ করেছেন।
এদিকে বলা হচ্ছে, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির ঘটনায় তদন্তে বড় অগ্রগতি হয়েছে। আগামী সাত দিনের মধ্যেই রহস্য উন্মোচন হবে। আর এমন আশার বাণী শুনিয়েছেন মামলার তদন্ত দলের অন্যতম সদস্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অর্গানাইজড ক্রাইম টিমের বিশেষ পুলিশ সুপার মির্জা আবদুল্লা হেল বাকী।
তবে রিজার্ভের অর্থ চুরি বিষয়টি এখন আন্তর্জাতিক মহলেও ব্যাপক ঝড় তুলেছে। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের অর্থ লুট নিয়ে ফিলিপাইনের ব্লু রিবন সিনেট কমিটির প্রকাশ্যে জেরা হতে দেখা গেছে। সিনেট কমিটির প্রকাশ্য জেরার ভিডিওটি ইউটিউবে প্রকাশ করা হয়। আওয়ার নিউজ বিডি’র পাঠকদের জন্য ভিডিওটি নিচে দেওয়া হলো।
মন্তব্য চালু নেই