বেশি ওজনের নারীরা বড় শিশুর জন্ম দেয়!
অতিরিক্ত ওজন বা স্থূলকায় গর্ভবতী নারীরা বড় শিশুর জন্ম দেয়। নতুন এক গবেষণায় এ কথা বলা হয়েছে। তাছাড়া, যেসব নারীদের রক্তে শর্করার পরিমাণ বেশি বা ডায়াবেটিস আছে তাদেরও বড় শিশু জন্ম দেয়ার প্রবণতা রয়েছে। গবেষণা নিবন্ধটি সম্প্রতি আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশনে প্রকাশিত হয়েছে।
অন্যদিকে, গর্ভকালীন উচ্চ রক্তচাপ থাকলে নারীরা ছোট শিশুর জন্ম দেয়। যুক্তরাজ্যের ব্রিস্টল বিশ্ববিদ্যালয় এবং এক্সেতার বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা এই তথ্য দিয়েছেন।
এক্সেতার বিশ্ববিদ্যালয় মেডিকেল স্কুলের অধ্যাপক ও গবেষণার সহ-লেখক রেচেল ফ্রিদি বলেন, নবজাতক বেশি বড় হোক আর বেশি ছোট হোক দুটোরর ক্ষেত্রেই স্বাস্থ্যগত ঝুঁকি রয়েছে। মায়ের কোন বৈশিষ্ট্যগুলো শিশুর ওজনে প্রভাব ফেলে তা বুঝতে পারলে অতিরিক্ত বড় বা ছোট শিশুর জন্মহার কমানো যাবে।
গবেষকেরা ৩০ হাজারের অধিক স্বাস্থ্যবান নারী এবং তাদের শিশুদের তথ্য পরীক্ষা করেন। তাছাড়া, গর্ভবতী নারীদের বিএমআই, রক্তে শর্করার পরিমাণ, লিপিডের মাত্রা, রক্তচাপ এবং নবজাতকের ওজন পরীক্ষা করেন তারা।
মন্তব্য চালু নেই