হৃত্বিক ফ্যানদের জন্য খারাপ খবর
সম্প্রতি নানা রকম ঝামেলায় জড়িয়ে পড়ছেন বলিউডের হার্টথ্রব অভিনেতা হৃত্বিক রোশন। এরই মধ্যে ভক্তদের জন্য তিনি নিয়ে এলেন আরেকটি দুসংবাদ। বলিউডের জনপ্রিয় সিরিজ ‘ধুম-৪’-এ থাকছেন না রোশন পুত্র। এমন খবর জানিয়েছেন হৃত্বিক নিজেই।
‘ধুম’ সিরিজ তৈরি হতে চলেছে। এমন খবর মার্কেটে আসার সঙ্গে সঙ্গে ছড়িয়েছিল হৃত্বিকের নাম। শোনা গিয়েছিল ‘বাহুবলী’ স্টারের সঙ্গে দেখা যাবে হৃত্বিককে। কিন্তু সম্প্রতি ফ্যানদের সঙ্গে একটি চ্যাট সেশনে নায়ক তার আগামী ছবির একটি তালিকা দিয়েছেন। সেখানে কোথাও উল্লেখ নেই ‘ধুম-৪’ এর।
এ বছর মুক্তি পাচ্ছে আশুতোষ গোয়াত্রিকরের ‘মহেঞ্জোদারো’। এরপর সঞ্জয় গুপ্তার ‘কাবলি’ ছবিতে দেখা যাবে তাকে। এছাড়া গ্রীক দেবতার ঝুলিতে রয়েছে ‘থাগ’। তবে নেই ধুম সিরিজ।
গত কয়েকদিন বান্ধবী কঙ্গনা রানাউতের সঙ্গে নানা রকম ঝামেলায় জড়িয়ে পড়ছেন হৃত্বিক। চলছে পাল্টাপাল্টি কথা চালাচালি। শোনা যাচ্ছে, ই-মেইলের তথ্য ফাঁস করার জন্য তথ্য প্রযুক্তি আইনে হৃত্বিকের নামে মামলাও করেছেন কঙ্গনা। যেটা প্রমাণ হলে ১০ বছর জেলও হতে পারে ‘কৃষ’ হিরোর। তবে কি এই ঝামেলার কারণেই ‘ধুম-৪’ থেকে নিজেকে সরিয়ে নিলেন হৃত্বিক।
মন্তব্য চালু নেই