ইউপি ভোটের ব্যালট বিতরণ ইসির

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপের নির্বাচনের জন্য নির্বাচনী জেলাগুলোতে ব্যালট পেপার পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচন কমিশনের পরিচালক (জনসংযোগ) এস আসাদুজ্জামান শুক্রবার দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন।

আসাদুজ্জামান বলেন, আজ(শুক্রবার) সকালে রাজধানীর পাঁচটি প্রেস থেকে ব্যালট পেপারসহ নির্বাচনসামগ্রী দেশের ৩৬ জেলায় বিতরণ করা হয়েছে।

তিনি বলেন, প্রতিটি জেলার নির্বাচন কর্মকর্তাদের প্রতিনিধিরা ব্যালট পেপার বুঝে নিয়েছেন। ভোটের আগের দিন কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পৌঁছে দেওয়া হবে।

উল্লেখ্য, প্রথমবারের মতো দলীয়ভাবে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। মোট ৬ ধাপে অনুষ্ঠিত হবে এই নির্বাচন। তারই ধারাবাহিকতায় আগামী ২২ মার্চ প্রথম ধাপের ৭৩২ ইউনিয়নে ভোট হবে।



মন্তব্য চালু নেই