গোলাম আযমের মৃত্যু
শরিক বিএনপি নীরব, গয়েশ্বরের সমবেদনা
২০দলীয় জোটের অন্যতম শরিক জামায়াতের সাবেক আমির গোলাম আযমের মৃত্যুতে তার পরিবারের প্রতি এখনো কোনো সমবেদনা জানায়নি বিএনপি। এ বিষয়ে জানতে শুক্রবার দুপুরে বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর মোবাইলে কয়েকবার ফোন করা হলেও তিনি তা রিসিভ করেননি। তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ব্যক্তিগতভাবে সমবেদনা জানিয়েছেন।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবে প্রয়াত সাংবাদিক গিয়াস কামাল চৌধুরীর স্মরণসভায় গয়েশ্বর বলেন, ‘এ বিষয়ে দলের কি অবস্থান জানি না। তবে আমি ব্যক্তিগতভাবে সমবেদনা প্রকাশ করছি।’
স্মরণসভায় গয়েশ্বর বলেন, ‘তার (গোলাম আযম) সঙ্গে আমাদের অনেক বিষয়ে দ্বিমত রয়েছে। কিন্তু ১৯৫২ সালের ভাষা আন্দোলনে তার ভূমিকাকে যদি আমরা স্বীকার না করি তাহলে ইতিহাসকে অস্বীকার করা হবে।
গিয়াস কামাল চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্বাধীনতা ফোরাম এ অনুষ্ঠানের আয়োজন করে।
উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার রাতে একাত্তরের মানবতা বিরোধী অপরাধে ৯০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত গোলাম আযমের মৃত্যু হয়।
মন্তব্য চালু নেই