বঙ্গবন্ধুর সমাধিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

গোপালগঞ্জ : জেলার গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা সিবেদন করেছে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বঙ্গবন্ধুর ৯৬তম জন্মবার্ষিকী উপলক্ষে ১৭ মার্চ বৃহস্পতিবার সকাল ১০টা ১৮ মিনিটে তারা এ শ্রদ্ধা জানান।

এর আগে তিন বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে।

এরপর সুরা ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তারা।



মন্তব্য চালু নেই