নয় ছাত্রীকে উদ্ধার করল ছাত্রলীগ নেতা
জীবন বাজি রেখে নদীতে ডুবে যাওয়া ৯ ছাত্রীকে উদ্ধার করলেন কাপ্তাই উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক এ আর লিমন ।
সোমবার (১৪ মার্চ) বিকেলে উপজেলা ঘাট সংলগ্ন কর্ণফুলী নাদীতে এ ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিকেলে কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ,৭ম ও ৮ম শ্রেণীর ৯ জন পাহাড়ি ছাত্রী স্কুল ছুটির পর নদীর ওপারে অবস্থিত উজানছড়ির নিজ নিজ বাসায় যাচ্ছিল। এসময় নদীর ঢেউয়ে মাঝপথে নৌকা উল্টে গেলে ৯ ছাত্রী ডুবে যায়।
ঘটনার আশপাশে অনেক লোকজন থাকলেও কেউ তাদের উদ্ধারে এগিয়ে আসেনি। এই অবস্থা দেখে ছাত্রলীগ নেতা লিমন নিজের জীবন বাজি রেখে নদীতে ঝাপ দিয়ে প্রাণপণ চেষ্টা করে ছাত্রীদের উদ্ধার করতে সক্ষম হন।
মেয়েদের জীবন রক্ষা করে লিমন এলাকায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন এবং তার সংগঠন ছাত্রলীগের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন।
মন্তব্য চালু নেই