‘আমার মন মন্দিরে’ প্রভা-শ্যামল
জনপ্রিয় চিত্রনায়িকা ও অভিনেত্রী অরুণা বিশ্বাস এখন আর বড় পর্দায় নিয়মিত অভিনয় করেন না। তবে ছোট পর্দায় এখন তার সব ব্যস্ততা। অভিয়নয়ের পাশাপাশি তিনি নাটকও নির্মাণ করছেন। তার ধারাবাহিকতায় নতুন একটি নাটক নির্মাণ করলেন। নাম ‘আমার মন মন্দিরে’। গল্পটি লিখেছেন প্রাইম ব্যাংকের এমডি। এতে অভিনয় করেছেন সাদিয়া জাহান প্রভা এবং শ্যামল মাওলা। একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন রাসেল। গল্পে প্রভাকে একজন হিন্দু ধর্মের মেয়ে ও শ্যামলকে একজন মুসলমান ধর্মের ছেলে হিসেবে দেখতে পাবেন দর্শক। মূলত প্রভা এবং শ্যামলের ছোট বেলা থেকেই পরিচয়। একসাথে বড় হওয়া, ভালোলাগা তারপর ভালোবাসা। কিন্তু ধর্মের বাঁধা থাকার কারণে বিয়েটা আর হয়না। হয় নিজ ধর্মের একজনের সঙ্গে। কিন্তু কিছুদিন যাবার পর প্রভার স্বামী মারা যান। রোমাঞ্চকর হয়ে ওঠে গল্প। এ রোমাঞ্চকর অনুভূতি পেতে হলে দেখতে হবে নাটকটি। ইতিমধ্যেই নাটকটির দৃশ্যধারণ শেষ হয়েছে। খুব শিগগিরই একটি চ্যানেলে প্রচার হবে এটি।
মন্তব্য চালু নেই